রাজবাড়ীতে কলা বাগানে গাঁজা চাষের অপরাধে চাষি হিদ গাজীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় কলা বাগান থেকে ৬টি গাঁজা গাছ উদ্ধার করা হয়।
রোববার (১৮ সেপ্টেম্বর) সকালে রাজবাড়ী সদর উপজেলার মূলঘর ইউনিয়নের বিলনয়াবাদ এলাকায় অভিযান চালায় পুলিশ। অভিযানে বিলনয়াবাদ এলাকায় চাষি হিদ গাজীর কলা বাগান থেকে ৬টি গাঁজার গাছ উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত হিদ গাজী সদর উপজেলার মূলঘর ইউনিয়নের পশ্চিম মুলঘর গ্রামের মৃত আ. হক গাজীর ছেলে।
রাজবাড়ী থানা পুলিশ সূত্রে জানা যায়, রাজবাড়ী সদর থানার অফিসার ও ফোর্স থানা এলাকায় ওয়ারেন্ট ও মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে। এসময় বিলনয়াবাদে হিদ গাজীর কলা বাগান থেকে ৬টি গাঁজা গাছ উদ্ধার করা হয় এবং তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে পাঠিয়েছে পুলিশ।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।