রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচরে অবৈধ ড্রেজিং মেশিন দিয়ে নদী থেকে বালু উত্তোলন বন্ধে অভিযান করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার উজানচর ইউনিয়নের বাহাদুরপুর এলাকায় ড্রেজারের ইঞ্জিন মেশিন ও বিপুল সংখ্যক পাইপ ধ্বংস করা হয়।
গোয়ালন্দ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুর রহমান এ অভিযান পরিচালনা করেন এবং এতে সহযোগীতা করেন গোয়ালন্দ ঘাট থানা পুলিশের একটি টিম। এ সময় ড্রেজার মালিক ঘটনাস্থলে উপস্থিত না থাকায় বিপুল সংখ্যক ড্রেজিং এর লম্বা প্লাস্টিক পাইপ এবং ২টি মেশিন ধ্বংস করা হয়।
গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বালু উত্তোলনের ফলে নদী ভাঙনসহ পরিবেশের মারাত্বক ক্ষতি হচ্ছিল। বালুমহাল আইনে বালু উত্তোলনকারীদের ড্রেজার মেশিন ও পাইপ ধ্বংস করা হয়েছে। অবৈধ ড্রেজিং এর সাথে সংশ্লিষ্টদের তালিকা হচ্ছে। শীঘ্রই নিয়মিত মামলা দায়ের করা হবে। এ অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।