অনলাইনে অবৈধভাবে ক্রিপ্টোকারেন্সি লেনদেন, কারাগারে ৪ যুবক

নিজস্ব প্রতিবেদক
রিফাত হোসাইন সবুজ, জেলা প্রতিনিধি, নওগাঁ
প্রকাশিত: সোমবার ৫ই সেপ্টেম্বর ২০২২ ০৯:১৮ পূর্বাহ্ন
অনলাইনে অবৈধভাবে ক্রিপ্টোকারেন্সি লেনদেন, কারাগারে ৪ যুবক

নওগাঁর ধামইরহাট থেকে ‘অনলাইন অবৈধ ক্রিপ্টোকারেন্সি লেনদেন’ এর মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়া চার সাইবার অপরাধীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫) জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা।


রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাব-৫। এর আগে দুপুর ২টার দিকে উপজেলার আমাইতারা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। 


গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার উত্তর চকযদু গ্রামের জাহিরুল ইসলাম’র ছেলে জাকারিয়া হাসান রাজু (২৮), হাটনগর গ্রামের বেলাল হোসেনের ছেলে আশিক আহমেদ (২০), দুর্গাপুর গ্রামের আমজাদ হোসেনের ছেলে তৌহিদ হোসেন (৩০) ও উত্তর দুর্গাপুর গ্রামের আব্দুস সালামের ছেলে আলম (২০)।


সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতারকৃতরা ডিজিটাল মাধ্যম TINDER.COM, POF.COM  সহ বিভিন্ন ডেটিং ওয়েবসাইট ব্যবহার করে ডিজিটাল ডিভাইসের মাধ্যমে অনলাইনে অবৈধ আর্থিক লেনদেন করে আসছিল। তারা অবৈধভাবে বিদেশীদের কাছ থেকে ডলার কিনে টাকায় রূপান্তরের পাশা-পাশিকমিশন রেখে বিদেশিদের কাছে পাঠাতো। এভাবে তারা অন্যান্য পেশাদার ক্রিপ্টোকারেন্সি ডিলারদের সাথে অবৈধভাবে ডলার ক্রয়-বিক্রয় এর মাধ্যমে বাংলাদেশ সরকারকে কর ফাঁকি দিয়ে অবৈধভাবে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মোস্তফা জামান এবং আর্টিলারি ও সহকারী পুলিশ সুপার মাসুদ রানার নেতৃত্বে উপজেলা আমাইতারা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। 


সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এসময় তাদের কাছ থেকে স্মার্টফোন ২০টি, সীম ১১টি, মেমোরীকার্ড ৪টি, হাতঘড়ি ১টি, ল্যাপটপ ৪টি, মাউস ৯টি, কী-বোর্ড ২টি, ক্যাবল ২টি, ডেভিটকার্ড ১০টি, ব্লাংক চেক ১টি, এনআইডি ৩টি, মানিব্যাগ ৩টি, রাউটার ১টি, সিসিটিভিক্যামেরা ১টি, পাসপোর্ট ১টি, টিভি স্ট্যান্ড ১টি, চেক বই ৩টি, লাইটার ৫টিসহ জব্দকরা হয়। তাদের বিরুদ্ধে ধামইরহাট থানায় “ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ৩০/৩৫ ধারায়” মামলা দায়ের করা হয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।


এ বিষয়ে ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, এ ঘটনাায় র‌্যাবের পক্ষ থেকে থানায় একটি মামলা দায়ের পর সন্ধ্যায় আদালতের মাধ্যমে গ্রেফতারকৃতদের কাগারে পাঠানো হয়েছে।