প্রকাশ: ২৮ জুলাই ২০২১, ২:১
পিরোজপুরের কাউখালীতে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্র্রেফতার করেছে পুলিশ। কাউখালী থানা পুলিশ গত মঙ্গলবার রাতে উপজেলার ৪ নং চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের নিলতী গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতরা হলেন, বেকুটিয়া গ্রামের এসমাইল হাওলাদারের ছেলে চিহ্নিত মাদক ব্যবসায়ী কাওছার হাওলাদার (২২) ও একই গ্রামের জাকির আকন এর ছেলে তরিকুল (১৯)।
কাউখালী থানার অফিসার ইনচার্জ বনি আমিন জানান, আসামীদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে কাউখালী থানায় মামলা হয়েছে এবং তাদেরকে আজ বুধবার পিরোজপুর কোর্টে প্রেরণ করা হয়েছে।