
ঈগল গ্রুপ ও রতন গ্রুপের দ্বন্দ্বে শাহাদাতকে হত্যা: র্যাব

জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২১ আগস্ট ২০২২, ২৩:৫৩
শেয়ার করুনঃ

কুমিল্লা পার্ক রোডে কিশোরগ্যাংয়ের ছুরিকাঘাতে প্রকাশ্যে খুনে সরাসরি জড়িত রতন গ্রুপের প্রধান রতনসহ আরো ৬ জনকে গ্রেপ্তার করেছে র্যাব।
হত্যাকাণ্ডের পর থেকেই বিভিন্ন সময় অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানান র্যাব। গ্রেপ্তারকৃত অন্য আসামিরা হলো রতন গ্যাং সদস্য আকাশ, সিয়াম, তানজিদ, ইয়াসিন ও রিফাত।

র্যাব কুমিল্লা সিপিসি-২ এর অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন রবিবার সকালে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে গনমাধ্যম কর্মীদের এসব তথ্য জানান।
তিনি আরো জানান, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ২টি সুইচ গিয়ার, ৪টি বড় ছোড়া এবং ১টি এন্টিকাটার উদ্ধার করা হয়েছে।


