দেবীদ্বারে ৩ মাদক ব্যাবসায়ী ও ২ ডাকাত সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
শফিউল আলম রাজীব, জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: সোমবার ৮ই আগস্ট ২০২২ ০৭:৫৩ অপরাহ্ন
দেবীদ্বারে ৩ মাদক ব্যাবসায়ী ও ২ ডাকাত সদস্য গ্রেফতার

কুমিল্লার দেবীদ্বারে মাদক বিরোধী অভিযানে মাদক ক্রয়-বিক্রয় কালে নগদ অর্থ, ইয়াবা ট্যাবলেটসহ ৩ মাদক ব্যাবসায়ী এবং ডাকাতির প্রস্তুতিকালে একটি সিএনজি ও ডাকাতির সরঞ্জামাদিসহ ২ ডাকাত সদস্যকে গ্রেফতার পূর্বক আদালতে প্রেরণ করেছে থানা পুলিশ।


সোমবার দুপুরে দেবীদ্বার থানায় মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদক মামলা ও ডাকাত সদস্যদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।


এর আগে রোববার রাতে এসআই মোঃ মিজানুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স সহ মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার বারেরা গ্রামের উত্তর পারা মসজিদের পাশের রাস্তা থেকে মাদক ক্রয়-বিক্রয় কালে ১২৫ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ অর্থসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। 


অপরদিকে একই দিনে দেবীদ্বার থানা এলাকায় চুরি-ডাকাতি-দস্যুতা রোধকল্পে এসআই মোঃ নুরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ দেবীদ্বার থানাধীন ছোটনা হাজী মার্কেট সংলগ্ন বাগান থেকে ডাকাতির প্রস্তুতিকালে ১টি সিএনজি, ১টি ছুরি, ১টি তালা ভাঙ্গার লোহার রড, ১টি প্লাস, ১টি লোহার হাতুড়ি, ১টি লোহার রেঞ্চ, ১টি কালো কাপড়ের মুখোশসহ ২ ডাকাত সদস্যকে গ্রেফতার করা হয়।


মাদক ক্রয়-বিক্রয় কালে গ্রেফতারকৃত আসামীরা হলেন, কুমিল্লা জেলার দেবীদ্বার উপজেলার ধামতী গ্রামের মোঃ রফিকুল ইসলামের ছেলে মোঃ লিমন (২৩), মাশিকাড়া গ্রামের শাহ আলমের ছেলে মোঃ আলমগীর হোসেন (৩২) এবং একই জেলার ব্রাহ্মণ পাড়া উপজেলার অলুয়া গ্রামের মৃত আবু তাহেরের ছেলে মোঃ বদিউল আলম (৪২)। এছাড়া ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতারকৃত আসামীরা হলেন, একই উপজেলার বেতুয়া গ্রামের মোঃ মফিজুল ইসলামের ছেলে মোঃ মামুন(২৫) এবং মুরাদনগর থানার রামচন্দ্রপুর বর্তমান গজারিয়া গ্রামের মোঃ জাহের মিয়ার ছেলে মোঃ জুয়েল (২২)কে গ্রেফতার করা হয়েছে।


পুলিশ সূত্রে জানা গেছে, মাদক ক্রয়-বিক্রয় কালে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে দেবীদ্বার থানাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। 


দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ ওসি কমল কৃষ্ণ ধর জানান, মাদকের সাথে আমরা আপোষহীন। মাদকের সাথে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না। একই সাথে চুরি-ডাকাতি-দস্যুতা রোধকল্পে আমাদের কঠোর অভিযান চলছে, তারই সুফল আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।