টাঙ্গাইল জেলা সদর হতে দুই ছিনতাইকারীকে আটক করেছে র্যাব-১২। শনিবার(১৮জুন) গভির রাতে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা হতে তাদের গ্রেপ্তার করা হয়।
আটককৃতরা হলেন- নারায়ণঞ্জের রূপগঞ্জ চনপাড়া এলাকার রনির ছেলে বাবুল (২৮),একই এলাকার আলী হোসেনের ছেলে ছোটন (১৮)।
র্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল এর কোম্পানী কমান্ডার মোহাম্মদ আনিসুজ্জামান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল এর কোম্পানী কমান্ডার মোহাম্মদ আনিসুজ্জামান ও স্কোয়াড কমান্ডার এএসপি মোঃ এরশাদুর রহমান এর নেতৃত্বে একটি আভিযানিক দল টাঙ্গাইল জেলার সদর থানার পুরাতন বাসস্ট্যান্ডে মেসার্স আব্দুর রহমান ফিলিং স্টেশন এর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে আসামী বাবুল (২৮) ও ছোটন (১৮)কে স্টীলের তৈরি ২টি সুইচ গিয়ার, ২টি মোবাইল ফোন এবং ৩টি সিম কার্ড সহ হাতেনাতে আটক করে।
তিনি আরোও জানান, জিজ্ঞাসাবাদ করলে তারা জানায় যে, তারা পরস্পর যোগসাজশে, তাদের সুযোগ সুবিধামত দেশের বিভিন্ন এলাকায় ছিনতাই করে থাকে। আসামীদের বিরুদ্ধে টাঙ্গাইল জেলার সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।