ফরিদপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে প্রায় ৫ হাজার লিটার সয়াবিন তেল জব্দ করা হয়েছে। অবৈধভাবে এই তেল মজুদ করার দায়ে মজুদকারী কানাই লাল নামের ঐ ব্যবসায়ীকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়। সে সাথে গোডাউনটিকে ১০ দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়। ১৪ মে শনিবার দুপুরে শহরের শোভারামপুর এলাকার একটি গোডাউনে এই অভিযান চালানো হয়।
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ বলেন, পণ্য মজুদদারি ও বেশি দামে বিক্রির বিরুদ্ধে নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে আমরা হাজী শরীয়তুল্লা বাজারের অভিযান পরিচালনা করি। অভিযান পরিচালনা কালে গোপন তথ্যের ভিত্তিতে এই গোডাউনে অভিযান পরিচালনা করি। তথ্যের সত্যতা পেয়ে আমি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লিটন ঢালী স্যারকে সংবাদ দিই।
তিনি এসে সবকিছু দেখে পর্যালোচনা করে অবৈধভাবে পণ্য মজুদ করার কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ও ৪৫ ধারা অনুযায়ী ব্যবসায়ী কানাই লালকে ১ লক্ষ টাকা জরিমানা করেন। এ সময় গোডাউনে ৪৮০০ লিটার সয়াবিন তেল মজুদ অবস্থায় পাওয়া যায়। ইউএনও লিটন ঢালী জানান, জেলা প্রশাসক অতুল সরকার স্যারের নির্দেশনা অনুযায়ী নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে অভিযান পরিচালনা কালে এই গোডাউনে ৪৮০০ লিটার সয়াবিন তেল মজুদ পাওয়া যায়। যা আইনত দন্ডনীয় অপরাধ।
অবৈধভাবে সয়াবিন তেল মজুদ করায় ব্যবসায়ী কানাই লালকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে এবং সমস্ত তেল জব্দ করে তাৎক্ষণিক ভাবে ভোক্তাদের মাঝে বোতল মুল্যে তেল বিক্রি করা হয়। ভোক্তাদের স্বার্থে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। অভিযানে জেলা স্যানিটারি ইন্সপেক্টর বজলুর রশিদ খাঁন, জেলা বাজার কর্মকর্তা শাহাদাৎ হোসেন ও পুলিশের একটি টিম সহযোগীতা করেন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।