বাগেরহাটের মোংলায় টর্চারসেলে দুই ভাইকে বিবস্ত্র করে পাঁচ ঘণ্টা নির্যাতন ও হত্যাচেষ্টা মামলায় প্রধান আসামি ওয়ার্ড মেম্বার সুলতান হাওলাদারসহ চারজনকে গ্রেপ্তার করেছে র্যাব। রোববার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাট সদরের ষাটগম্বুজ মসজিদ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
সোমবার (১৮ এপ্রিল ) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র্যাব-৬।
গ্রেপ্তার অন্য তিনজন হলেন- সুলতান বাহিনীর সদস্য খোকন ঘোষাল (৩০), বেল্লাল খাঁ (৪৫) ও মো. নিয়ামুল ব্যাপারী (৩০)। তাদের বাড়ি মোংলা উপজেলার কানাইনগর ও কালিকাবাড়ি গ্রামে।
এর আগে, এ ঘটনার মূলহোতা সুলতান মেম্বারের ছেলে জাকির হাওলাদারকে মোংলার কানাইনগর থেকে গ্রেপ্তার করে পুলিশ।
র্যাব জানায়, শনিবার (১৬ এপ্রিল) সকালে বাগেরহাটের মোংলা পোর্ট পৌরসভার বাংলাদেশ হোটেলের সামনে থেকে বিনোদ সরকার ও বিপ্লব সরকার নামে দুই ভাইকে তুলে নেয় সুলতান, তার দুই ছেলে জাকির হাওলাদার ও কালাম হাওলাদারসহ অন্য সহযোগীরা। পরে তাদের সিঙ্গাপুর মার্কেট ও কাইননগর গুচ্ছগ্রামে নিয়ে টর্চারসেলে আটকে রেখে বিবস্ত্র করে ৫ ঘণ্টা নির্যাতন চালানো হয়। এরপর স্থানীয়রা তাদের উদ্ধার করে মোংলা হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় শনিবার রাতে নির্যাতিতদের ভাই কুমুদ সরকার বাদী হয়ে মামলা দায়ের করেন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।