র্যাব-৮ এর অভিযানে ফরিদপুরের ভাংগায় বিপুল পরিমান গাঁজা ভর্তি প্রাইভেটকারসহ দুই মাদক কারবারীকে আটক করা হয়েছে। আটককৃতদের কাছ থেকে ২৮ কেজি গাঁজা উদ্ধার করে র্যাব। আজ শনিবার র্যাব-৮ সিপিসি-২ প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
র্যাব জানায়, ভাংগা টু মাওয়া সড়কে বিপুল পরিমান মাদক পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় মাওয়া হাইওয়ে সড়কে অস্থায়ী চেকপোস্ট বসায় র্যাব। এ সময় একটি প্রাইভেটকারযোগে সেখান থেকে মাদক বহন করে যাচ্ছিল দুই মাদক কারবারী। ওই চেকপোস্টে প্রাইভেটকারটি থামিয়ে চেক করা হলে গাড়ি থেকে ২৮ কেজি গাঁজা উদ্ধার করে র্যাব। এ সময় কুষ্টিয়া সদর থানার মঙ্গলবাড়ি বাজার এলাকার বাসিন্দা মৃত রেজাউল করিমের পুত্র মাদককারবারী মোঃ সাজেদুল করিম ওরফে উজ্জল (৪৩) ও দৌলতপুর নিবাসী আছান মালিথার পুত্র মোঃ আশিকুর রহমান ওরফে আশিক (২১) কে আটক করা হয়।
এছাড়া মাদক ক্রয় বিক্রয় কাজে ব্যবহৃত প্রাইভেটকার, ৪টি সিমকার্ডসহ ৩টি মোবাইল ফোন ও নগদ প্রায় সাড়ে ৮ হাজার টাকা জব্দ করেন তারা।
পরে র্যাব বাদী হয়ে আটককৃতদের আসামী করে ভাংগা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।