স্কুলছাত্রী রাজিয়া (১২) হত্যাকারীকে গ্রেপ্তার করেছে র্যাব। শনিবার মাগুরার শ্রীপুরের বারইপাড়া থেকে র্যাব তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ঘাতকের নাম হাসান শেখ (২৩)। সে শ্রীপুরের হাট শ্রীকোল গ্রামের ফজলু শেখের ছেলে।
মাগুরার শ্রীপুরের শ্রীকোলে আজ রোববার সকাল ১০টায় এ বিষয়ক প্রেস ব্রিফিং কালে যশোর র্যাব-৬ , সিপিসি-৩ এর কোম্পানী কমান্ডার লে. কমান্ডার এম নাজিউর রহমান এ হত্যাকাণ্ডের বিষয়ে চাঞ্চল্যকর তথ্য তুলে ধরেন।
তিনি জানান, ঘটনার দিন শেখ হাসান ঘটনাস্থল শ্রীপুরের শ্রকোলে কুমার নদের পাড়ে রসুন ক্ষেতে একা পেয়ে রাজিয়াকে প্রথমে মুখ চেপে ধর্ষণ করে। সে বাঁচার আকুতি জানালে ধারালো ব্লেড দিয়ে গলা কেটে হত্যা করা হয়। এরপর দ্বিতীয়বার ধর্ষণের চেষ্টা করে।
পূর্ব পরিকল্পিতভাবে হাসান এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে বলে র্যাবের কাছে স্বীকারোক্তি দিয়েছে। র্যাবের পক্ষ থেকে প্রেস ব্রিফিংয়ের পর হাসানকে শ্রীপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব কমান্ডার জানান, রাজিয়া হত্যার তদন্ত নিয়ে শনিবার মাঠে নামে তারা। পরবর্তীতে গোয়েন্দা তৎপরতার এক পর্যায়ে ঘটনার সাথে হাসান শেখের জড়িত থাকার বিষয়টি উঠে আসে। সেই সূত্র ধরে র্যাব শ্রীপুরের বারই পাড়া শ্বশুর বাড়ি থেকে শনিবার হাসান শেখকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।