গভীর সাগরে মাছের ট্রলারে মিলল ইয়াবা

নিজস্ব প্রতিবেদক
আমান উল্লাহ কবির, উপজেলা প্রতিনিধি টেকনাফ (কক্সবাজার)
প্রকাশিত: শনিবার ৫ই ফেব্রুয়ারি ২০২২ ০৭:০৯ অপরাহ্ন
গভীর সাগরে মাছের ট্রলারে মিলল ইয়াবা

কক্সবাজারের টেকনাফে গভীর সাগরে মাছ ধরার ট্রলার থেকে এক লাখ ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে র‍্যাব। এসময় পাচারকাজে ব্যবহৃত ট্রলারটিও জব্দ করা হয়েছে। শনিবার (০৫ ফেব্রুয়ারি) দুপুরে টেকনাফের সেন্টমার্টিনের অদূরবর্তী গভীর সাগরে অভিযান চালিয়ে এ ইয়াবার চালান জব্দ করা হয়।


আটককৃতরা হলেন- কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের কুতুপালং এলাকার মোহাম্মদ মুবিনের ছেলে মোহাম্মদ হাসান (২৬) এবং মহেশখালী উপজেলার ছোট মহেশখালী এলাকার আব্দুর রহমানের ছেলে মোহাম্মদ হোসেন (৪৫)। র‍্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের উপ-অধিনায়ক স্কোয়াড লিডার মো. তানভীর হাসান এ তথ্য নিশ্চিত করেন।


তিনি জানান, কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্টমার্টিন দ্বীপ সংলগ্ন গভীর সাগর দিয়ে মিয়ানমার থেকে মাদকের বড় একটি চালান পাচারের খবর পায় র‍্যাব। এই খবরে গত ১০ দিন আগে থেকে র‍্যাবের একটি দল সাগরে গোয়েন্দা নজরদারি শুরু করে। শুক্রবার (৪ ফেব্রুয়ারি) রাতে র‍্যাব খবর পায় সাগরে মাছ ধরার ট্রলার যোগে মাদকের বড় একটি চালান পাচার হয়ে আসার। এতে শুক্রবার রাত থেকে র‍্যাবের একটি দল টেকনাফের সেন্টমার্টিন দ্বীপ সংলগ্ন গভীর সাগরে অভিযান চালায়।


তিনি আরও জানান, দীর্ঘ ১৫ ঘণ্টা অভিযানের এক পর্যায়ে শনিবার দুপুর ২ টায় জলসীমার শূন্যরেখা অতিক্রম করে সন্দেহজনক মাছ ধরার একটি ট্রলার দেখতে পায়। এতে র‍্যাব সদস্যরা ট্রলারটিকে থামার জন্য নির্দেশ দেন। ট্রলারটির চালক দ্রুত গতিতে পালানোর চেষ্টাকালে র‍্যাব সদস্যরা ধাওয়া দিয়ে আটকানো হয়। পরে ট্রলারটি তল্লাশি করে পাওয়া যায় ১ লাখ ইয়াবা ও ৮ টি বিদেশি বিয়ারের ক্যান। এসময় ট্রলারে থাকা দুইজনকে আটক করা হয়।


র‍্যাবের উপ-অধিনায়ক বলেন, আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ট্রলারটির মালিক টেকনাফ উপজেলার বাসিন্দা। উদ্ধার করা মাদকের চালান টেকনাফে মজুতের পরিকল্পনা ছিল।


আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করার প্রস্তুতি চলছে বলে জানান স্কোয়াড লিডার তানভীর হাসান।