কাফনের কাপড়ের সাথে মুরগীর মাংস পাঠিয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক
ইনিউজ ডেস্ক
প্রকাশিত: সোমবার ২৫শে অক্টোবর ২০২১ ০৯:১৪ অপরাহ্ন
কাফনের কাপড়ের সাথে মুরগীর মাংস পাঠিয়ে হত্যার হুমকি

কাফনের কাপড়, গোলাপজল, আগরবাতি, মুরগীর মাংস ও চিরকুট লিখে একটি কাগজের বক্সে ভরে পাঠিয়ে জীবন নাশের হুমকি দেওয়া হয়েছে  মো. মুকুল হোসেন নামের এক ব্যক্তিকে। শেরপুরের নালিতাবাড়ীতে এ ঘটনা ঘটে। তিনি উপজেলার নয়াবিল ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা। ঘটনাটি ঘটেছে গতকাল ভোরে উপজেলার খলিশাকুড়া গ্রামে। ফিল্মি স্টাইলে এমন জীবন নাশের হুমকির ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ওই গ্রামের জবেদ আলীর ছেলে মো. মুকুল হোসেনকে উদ্দেশ্য করে একটি কাগজের বাক্সে এসব জিনিসপত্র কে বা কারা বাড়িতে রেখে যায়। রোববার সকালে জবেদ আলী ঘুম থেকে উঠে দেখে বাড়ির বারান্দায় একটি বাক্স।


পরে সেটি এলাকার প্রভাবশালী ব্যক্তিদের নিয়ে খুলে দেখেন কাফনের নতুন কাপড়, গোলাপজল, আগরবাতি, মুরগীর মাংস ও একটি চিরকুট। পরে পুলিশে খবর দিলে এসআই আনোয়ার হোসেন ঘটনাস্থলে গিয়ে সেগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ সময় ইউপি চেয়ারম্যান ইউনুছ আলী দেওয়ান, নয়াবিল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুর ইসলাম, মিজানুর রহমান মিজানসহ অনেকেই উপস্থিত ছিলেন।


এ ব্যাপারে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহম্মেদ বাদল সংবাদমাধ্যমকে জানান, এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।