রাজবাড়ী জেলার পাংশায় পদ্মা নদীতে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। আজ শনিবার(২৩ অক্টোবর) জেলার পাংশা উপজেলায় পদ্মা নদীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট বিপুল সিকদারের নেতৃত্বে ৭ জনকে গ্রেফতার করা হয়। এসময় ৫ কেজি ইলিশ মাছ এবং ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে ভ্রাম্যমান আদালত।
এরমাঝে ৬ জনকে ৩ হাজার টাকা করে মোট ১৮ হাজার টাকা জরিমানা করা হয় ও একজন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাকে তার পরিবারের নিকট জিম্মায় প্রদান করা হয়। উদ্ধারকৃত মাছ এতিমখানায় প্রদান করা হয় ও কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ফেলা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন জেলা মৎস্য অফিসার মোঃ মশিউর রহমান, রাজবাড়ী সদরের সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ রোকনুজ্জামান, পাংশা উপজেলা মৎস্য কর্মকর্তা সাইদ আহমেদ ও পাংশা থানা পুলিশের একটি দল।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।