চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে আটকে রেখে দেহ ব্যবসায় বাধ্য করার অভিযোগে ফুফু-ফুফাসহ ৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে এক তরুণী (১৮)। সোমবার গভীর রাতে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) বন্দর থানায় মামলাটি দায়ের করা হয়। মামলায় অভিযুক্তরা হলেন ভুক্তভোগী ওই তরুণীর ফুফু নুপুর বেগম, ফুফা নজরুল ইসলাম এবং চাচা সোহেল খান। অভিযোগকারী ও অভিযুক্তরা সকলে বরিশাল সদর উপজেলার টুঙ্গিবাড়িয়া ইউনিয়নের নরোকাঠী গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
মামলার এজাহারে ওই তরুণী উল্লেখ করেছেন, স্বামীর সঙ্গে বিরোধের জেরে এক বছর আগে স্বামীর বাড়ি ছেড়ে বরিশাল বন্দর থানার নরকাঠী এলাকায় বাবার বাড়িতে আসেন। এরপর তার ফুফু নুপুর বেগম ঢাকায় চাকরি দেয়ার কথা বললে রাজি হয়ে যান। নয় মাস আগে বাবা-মা কে না জানিয়ে ফুফা নজরুল ইসলাম ও চাচা সোহেল খানের সহায়তায় ফুফুর ঢাকাস্থ শনির আখড়ার বাসায় যান তিনি। কয়েকদিন পর দেহব্যবসায় রাজি না হওয়ায় মারধর করে তাকে রুমে বন্দি করে রেখে খুনের হুমকি দেয়া হয়। বাধ্য হয়ে পাঁচ মাস দেহ ব্যবসায় যুক্ত থেকে ওই বাসার গৃহপরিচারিকার সহায়তায় পালিয়ে বরিশালে গ্রামের বাড়ি চলে আসেন তিনি।
বরিশাল মেট্রোপলিটন বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আসাদুজ্জামান বলেন, ওই তরুণীর অভিযোগ আমলে নিয়ে রাতেই মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।