পিরোজপুরের পাড়েরহাট আবাসনে মুজিব শতবর্ষ উপলক্ষে হতদরিদ্রদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার আশ্রয়ণ প্রকল্পের ঘর বিতরণ নিয়ে চাঁদাবাজীর অভিযোগের সত্যতা পেয়েছে পুলিশ।
এ ঘটনায় গতকাল রাতে অভিযান চালিয়ে আবাসন সমবায় সমিতির সাধারণ সম্পাদক আসাদুল মাঝিকে গ্রেফতার করেছে ইন্দুরকানী থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন থানার ওসি মোঃ হুমাযূন কবির।
ওসি মোঃ হুমাযূন কবির তিনি জানান, আবাসনের ভুক্তভোগীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে আসাদুল মাঝিকে গ্রেফতার করা হয় এবং বাকি অভিযুক্তদেরও দ্রুত আইনের আওতায় আনা হবে।
তবে গ্রেফতারকৃত আসাদুলের পরিবারের দাবি, চাঁদাবাজীর মূল আসামী স্থাণীয় ইউপি মেম্বর মোহসিন হাওলাদারকে আটক না করে ধরে নিয়ে যাওয়া হয়েছে আসাদুল মাঝিকে। সুষ্ঠু বিচারের দাবি আসাদুলের পরিবারের।
উল্লেখ্য, মুজিব শতবর্ষ উপলক্ষে হতদরিদ্রদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার আশ্রয়ণ প্রকল্পের ঘর বিতরণ নিয়ে পিরোজপুরের পাড়েরহাট আবাসনে ১০ থেকে ২০ হাজার টাকা চাঁদাবাজীর অভিযোগ উঠেছে এই শিরোনামে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রচার হলে নড়েচড়ে বসে স্থানীয় প্রশাসন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।