বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন (মংলা) কর্তৃক একইদিনে দুইটি পৃথক অভিযানে একটি বৌদ্ধমূর্তিসহ একজন প্রতারক ব্যবসায়ী এবং ৯৭ পিস ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ী আটক করেছে। গতকাল মঙ্গলবার রাতে কোস্টগার্ড পশ্চিম জোনের বিসিজি স্টেশান কয়রা এর একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে খুলনা জেলার কয়রা থানার অন্তর্গত মাটিয়াভাঙ্গা এলাকায় অভিযান পরিচালনা করে ১ টি মোটর সাইকেল ও ৯৭ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়। জানা যায়, আটককৃত ব্যক্তি ব্যবসার পাশাপাশি নিজেও মাদক সেবন করে থাকে।
আটককৃত হলেন সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার কাশিমাড়ী গ্রামের নুর আহম্মেদ এর পুত্র মোঃ খায়রুল হোসেন (৩০)। পরবর্তীতে জব্দকৃত ইয়াবা ও আটককৃত মাদক ব্যবসায়ী কে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কয়রা থানায় হস্তান্তর করে কোস্ট গার্ড।
অপরদিকে বিসিজি স্টেশান রুপসা কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে রুপসা খানাধীন রুপসা ব্রীজ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে একজন প্রতারক স্বর্ণ ব্যাবসায়ীকে একটি পুরাতন পিতলের বৌদ্ধমূর্তি ও একটি মোবাইলসহ আটক করে।
জানা যায়, আটককৃত ব্যক্তি হলেন যশোর জেলার অভয়নগর থানার শামোসপুর গ্রামের আবুল হোসেন এর পুত্র নজির আহম্মেদ (৪৫)। প্রতারক দলের সদস্যরা স্বর্ণের গুড়া ক্রয় করে পিতলের মূর্তির সাথে কৌশলে মিশ্রিত করে অবৈধ ক্রেতাদের ধোকা দিয়ে চড়ামূল্যে বিক্রয় করে থাকেন। পরবর্তিতে জব্দকৃত মূর্তি ও আটককৃত আসামীকে আইননানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রুপসা থানায় হস্তান্তর করেন।
বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের গোয়েন্দা কর্মকর্তা লেফটেন্যান্ট এম মামুনুর রহমান প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, কোস্ট গার্ড এর আওতাভুক্ত এলাকা সমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, জননিরাপত্তার পাশাপাশি ডাকাতি দমন, অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন রোধে কোস্ট গার্ডের জিরো টলারেন্স নীতি অবলম্বন করে নিয়মিত অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।