নড়িয়ায় রাতের আধাঁরে শোক দিবসের ব্যানারে দুর্বৃত্তদের হানা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শনিবার ১৪ই আগস্ট ২০২১ ০৯:১৫ অপরাহ্ন
নড়িয়ায় রাতের আধাঁরে শোক দিবসের ব্যানারে দুর্বৃত্তদের হানা

শরীয়তপুরের নড়িয়ায় রাতের আঁধারে জাতীয় শোক দিবসের ব্যানার ছিঁড়ে ফেলেছে দুর্বৃত্তরা। ব্যানার থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিও কেটে ফেলা হয়েছে। শনিবার (১৪ আগস্ট) গভীর রাতে পন্ডিতসার ও পাগলার মোড় এলাকায় এ ঘটনা ঘটে। বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রিসিডিয়াম সদস্য ডাঃ খালেদ শওকত আলীর উদ্যোগে এ ব্যানার টানানো হয়।



ডিঙ্গামানিক ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাওন জানান, জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ডাঃ খালেদ শওকত আলীর উদ্যোগে এই  ব্যানার গুলো টানানো হয়। শনিবার ভোর রাতে কে বা কারা পুরো ব্যানার কেটে ফেলেছে। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।



বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ডাঃ খালেদ শওকত আলী বলেন, জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর ছবি যারা ছিরে তারা ৭৫ এর খুনী, জামাত শিবির রাজাকারের বংশধর। তারা আঘাত করেছে আমাদের স্বাধীনতায়, লাল সবুজ পতাকায়, মুক্তিযুদ্ধের চেতনায়। ৭৫ এর শহীদদের ছবি ছিরে মাটিতে ফেলে দিয়ে তারা আইন অমান্য করেছে, জাতির পিতাকে অসন্মান করেছে। প্রশাসনের কাছে আইনানুগ ব্যবস্থা নেওয়া দাবী জানাই।