কক্সবাজারস্থ র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৫) রামুতে অভিযান চালিয়ে ১০ হাজার ৪শত পিস ইয়াবা ট্যাবলেট সহ ২ মাদক কারবারীকে গ্রেফতার করেছে । বুধবার র্যাব-১৫ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
র্যাব-১৫’র সহকারী পুলিশ সুপার (মিডিয়া)আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক কারবারী রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি কালা খন্দকার পাড়ার মোঃ হানিফের চা দোকানের সামনে কক্সবাজার-টেকনাফ প্রধান সড়কের উপর ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।
উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব-১৫ এর একটি দল ১৩ জুলাই রাত সোয়া ১১টায় উক্ত স্থানে পৌঁছালে মাদক কারবারী পালিয়ে যাওয়ার সময় দু'জনকে ধরে ফেলে।
তারা হলো-উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের ১নং ওয়ার্ডের মধুঘোনার মোঃ সৈয়দ নুরের ছেলে মোঃ সৈয়দ উল্লাহ (২১) এবং রামু খুনিয়াপালং ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মৃত নুর আহমদের ছেলে মোঃ কালু (৪২)।
পরে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে আসামীদের সাথে থাকা পলিথিন ব্যাগ তল্লাশী করে ১০ হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে রামু থানায় হস্তান্তর করা হয়েছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।