অবশেষে জয়ের দেখা পেলো রংপুর রের্ঞ্জার্স

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শনিবার ২১শে ডিসেম্বর ২০১৯ ১০:২৪ অপরাহ্ন
অবশেষে জয়ের দেখা পেলো রংপুর রের্ঞ্জার্স

পঞ্চম ম্যাচে এসে অবশেষে জয়ের দেখা পেলো রংপুর রের্ঞ্জার্স। টেবিল টপার চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ৬ উইকেটের সহজ জয় তুলে নিলো তারা। ১৬৪ রানের বড় লক্ষ্যে খেলতে নেমে শুরুটা একেবারেই ভালো হয়নি রংপুরের। দুই ওপেনার মোহাম্মদ নাঈম এবং ক্যামেরন ডলপোর্ট ব্যর্থ হন। অধিনায়কত্ব করা টম আবেল উইকেট বাঁচিয়ে খেলার চেষ্টা করেন। সাদমান ইসলামও ধীরে ব্যাটিং করেন। যদিও এ দুজনও তাদের ইনিংস লম্বা করতে পারেননি। এরপর লুইস গ্রেগরিকে সঙ্গ দিতে আসেন ফজলে মাহমুদ। এ দুজনের জুটিতে ভর করে সহজে জয়ের বন্দরে পৌঁছে যায় রংপুর।

এর আগে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় রংপুর। ব্যাটে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৬৩ রান তোলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। কোনো রান যোগ করার আগেই ফিরে যান ওপেনার লিন্ডলে শিমন্স। এরপর ইমরুল কায়েস, নাসির হোসেন, চাদউইক ওয়ালটনরা একে একে ব্যর্থতার খাতায় নাম লেখালেও একপাশ আগলে ঝড় তোলেন আভিশকা ফার্নান্ডো। সঞ্জিত সাহার বলে বোল্ড হওয়ার আগে ৪০ বলে ৭২ রানের ইনিংস খেলে যান তিনি।

তার বিদায়ের পর শেষ দিকে রানের গতি ধরে রাখতে পারেননি নুরুল হাসান, মুক্তার আলীরা। শেষ পর্যন্ত রংপুরের সামনে ১৬৪ রানের লক্ষ্য দাঁড় করাতে সক্ষম হয় তারা। এ ম্যাচে নিজেকে ফিরে পেয়েছেন মোস্তাফিজুর রহমান। ৪ ওভারে ২৩ রান খরচায় ২ উইকেট তুলে নিয়েছেন তিনি। এছাড়া লুইস গ্রেগরিও তুলে নেন দুই উইকেট।

স্কোর:

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ১৬৩/৭ (২০)

রংপুর রেঞ্জার্স ১৬৭/৪ (১৮.৪)