বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গণতন্ত্র পুনরুদ্ধার এবং নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের লক্ষ্যে তাদের আন্দোলন অব্যাহত রাখার অঙ্গীকার করেছে। দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করাই এখন প্রধান লক্ষ্য।
শুক্রবার (২২ নভেম্বর) বিকেলে দিনাজপুরের হাকিমপুর উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। সভায় ফ্যাসিস্ট সরকারের আমলে নির্যাতিত ও আহত দলীয় নেতাকর্মীদের আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. জাহিদ হোসেন বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার ছাড়া দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং রাষ্ট্রের কাঠামো সংস্কার সম্ভব নয়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৫ সালের ৭ নভেম্বর দেশকে গণতন্ত্রের পথে ফিরিয়ে আনেন এবং মানুষের আস্থা অর্জন করেন। তারই ধারাবাহিকতায় আজ তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম চালিয়ে যেতে হবে।”
তিনি আরও বলেন, "দেশি-বিদেশি ষড়যন্ত্রের বিরুদ্ধে বিএনপির ঐক্যবদ্ধ আন্দোলনই গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষা করতে পারবে। দেশের সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষের সমর্থন অর্জন করে ধানের শীষ প্রতীকের সরকার প্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে।”
এসময় অধ্যাপক জাহিদ হোসেন বিএনপির বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের প্রতি আন্দোলনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
সহযোগিতার প্রতিশ্রুতি:
সভায় হাকিমপুর উপজেলায় ফ্যাসিস্ট সরকারের নির্যাতনের শিকার নেতাকর্মীদের হাতে আর্থিক সহায়তার খাম তুলে দেওয়া হয়। এর মাধ্যমে দলের প্রতি তাদের ত্যাগ ও সমর্থনকে স্বীকৃতি জানানো হয়।
সভায় সভাপতিত্ব করেন হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি মো. ফেরদৌস রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর পৌরসভার সাবেক মেয়র ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য জাহাঙ্গীর আলম, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল এবং সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি প্রভাষক এরফান আলী, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন শিল্পী, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম রেজা বিপুল এবং পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ খান।
এছাড়াও যুবদল, শ্রমিক দল, ছাত্রদল, মহিলা দলসহ বিএনপির সহযোগী সংগঠনের নেতারা সভায় অংশ নেন।
ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক:
সভায় বক্তারা বিএনপির ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের জন্য তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য দলীয় ও সহযোগী সংগঠনের কার্যক্রমকে আরও শক্তিশালী করার ওপর জোর দেওয়া হয়।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।