ক্রিকেট থেকে একবছর পূর্ণ আর একবছর স্থগিত নিষেধাজ্ঞা পাওয়া সাকিব আল হাসানের শাস্তি কমানোর ব্যাপারে পদক্ষেপ নেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড- বিসিবি। প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সাংবাদিকদের জানিয়েছেন, এ ব্যাপারে কী করা যায় সেটি জানতে বিসিবির আইনি বিভাগের সঙ্গে কথা বলবেন তিনি। ‘সাকিবের ব্যাপারে বিসিবির করণীয় এক্ষেত্রে সীমিত। যেহেতু সাকিব শাস্তি মেনে নিয়েছে। আমরা আমাদের লিগ্যাল ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলব। তারা দেখবে এ ব্যাপারে কতটুকু কী করার আছে।’
‘যেহেতু আইসিসি মাত্রই শাস্তিটা দিয়েছে, সেক্ষেত্রে এখনই এ ব্যাপারে মন্তব্য করার সময় আসেনি।’ যোগ করেন নিজামউদ্দিন চৌধুরী। পর্যালোচনা করে করণীয় ঠিক করা যাবে, বিসিবি সেই পথরেখায় পদক্ষেপ নিতে পারবে, তবে বাস্তবটা এটাই- ভবিষ্যৎ নিয়ে এখনই আশাপ্রদ কিছু বলার মতো পরিস্থিতিও হয়নি! জুয়াড়ির সঙ্গে একাধিকবার বার্তা চালাচালি করেও সেটি আইসিসির দুর্নীতিদমন ইউনিট বা বিসিবির দুর্নীতি সংশ্লিষ্ট ইউনিটের কাউকে না জানানোর অভিযোগ এনে গত মঙ্গলবার সাকিব আল হাসানকে দুবছরের জন্য নিষিদ্ধ করে আইসিসি। যার একবছর স্থগিত নিষেধাজ্ঞা।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।