মুশফিকুর রহিমের অর্ধশতকেও পরাজয় এড়াতে পারেনি খুলনা টাইগার্স। ঢাকার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের কাছে ১২ রানে হেরে যায় রূপসা পাড়ের দলটি। সিলেটে ঢাকার দেওয়া ১৭৩ রানের টার্গেটে খেলতে নেমে শুরুতে হোঁচট খান খুলনার দুই ওপেনার মেহেদী হাসান মিরাজ ও আমিনুল ইসলাম। দলীয় ১১ রানের মাথায় প্যাভিলিয়নে ফিরে যান আমিনুল ইসলাম।
ঢাকার অধিনায়ক মাশরাফির বলে ৬ বলে ৪ রান করে আউট হন তিনি। এরপরই ১৫ বলে ১৫ রান করে বিদায় নেন মেহেদী হাসান মিরাজ। প্লাটুনের তরুণ উদীয়মান বোলার হাসান মাহমুদের বলে সরাসরি বোল্ড হন।
গত কয়েক ম্যাচ ধরে দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান রাইলি রুশো বিপিএলে রান পাচ্ছেন না। ঢাকার পেসার হাসান মাহমুদের বলে আউট হন। ১৩ বলে ১৮ রান করেন এই বাঁ-হাতি ব্যাটসম্যান। রান পাননি শামসুর রহমান।
এবারে বিপিএলে ধারাবাহিকভাবে রান করে যাচ্ছেন খুলনার অধিনায়ক মুশফিক। আজও একাই লড়ছেন তিনি। ৩৩ বলে ৬৪ রানে অসাধারণ ইনিংস খেলেন তিনি। আফগান ব্যাটসম্যান নাজিবুল্লাহ জাদরান করেন ২৯ বলে ৩১ রান। আসিফ আলীর অসাধারণ ফিল্ডিংয়ে রান আউট হন তিনি। শেষ দিকে ব্যাটিং ব্যর্থতায় ৮ উইকেটে ১৬০ রান করে খুলনা টাইগার্স।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।