
প্রকাশ: ৩০ অক্টোবর ২০১৯, ০:৪৬

সাকিব আল হাসানের সঙ্গে দিপক আগরওয়াল নামের এক ভারতীয় বুকি তিনবার যোগাযোগ করেছিল। সে সাকিবের কাছে বিভিন্ন তথ্য চেয়েছিল ফিক্সিংয়ের কাজে ব্যবহারের জন্য। সাকিব এসব তথ্য না দিলেও আইসিসিকে বিষয়টি গোপন করে গেছেন। দিপক আগরওয়ালের ফোনের জন্য প্রশ্নবিদ্ধ তিন ম্যাচের একটি যেহেতু আইপিএলের, তাই স্বাভাবিকভাবেই সাকিবের বিরুদ্ধে তদন্তে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) আদৌ কোনো ভূমিকা আছে কিনা, সেই প্রশ্ন উঠছে। এ ব্যাপারে আজ বিবৃতি দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব