৮৯ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিন শুরু করেছে বাংলাদেশ।
স্কোর:
বাংলাদেশ ১৮৪/৭ (৩৯ ওভার)
মুশফিক ৭৫* ও আল-আমিন ১২*।
শুরুতেই ফিরলেন ইবাদত:
দিনের শুরুতেই ফিরলেন ইবাদত হোসেন। ৩৫তম ওভারে উমেশ যাদবের করা প্রথম বলেই বিরাট কোহলির হাতে ধরা পড়ে সাজঘরে ফেরেন। ৪ বল খেলে কোনো রান করতে পারেননি তিনি। বাংলাদেশ ১৫২/৭। ২৪১ রানে পিছিয়ে থেকে বাংলাদেশ শনিবার শেষ বিকেলে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে। ইশান্ত শর্মার বোলিং তোপে ১৩ রানেই ৪ উইকেট হারিয়ে বসে। সেখান থেকে মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম দলকে টানেন।
কিন্তু ৮২ রানের মাথায় মাহমুদউল্লাহ রিয়াদ পায়ের পেশিতে টান খেয়ে মাঠ ছাড়েন। এরপর মিরাজকে নিয়ে দলীয় সংগ্রহকে ১৩৩ রান পর্যন্ত নিয়ে যান মুশফিক। শেষ পর্যন্ত তার ৫৯ রানের ইনিংসে ভর করে বাংলাদেশ ৬ উইকেট হারিয়ে ১৫২ রান তুলে দ্বিতীয় দিন শেষ করে।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।