
প্রকাশ: ১ নভেম্বর ২০১৯, ২১:৩৭

টি-টোয়েন্টি বিশ্বকাপে যাতে খেলতে পারে সেজন্য ভারত সফরের আগেই সাকিব আল হাসান নিজেই নিষেধাজ্ঞা পেতে চেয়েছেন। এমন মন্তব্য করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স বিভাগের চেয়ারম্যান আকরাম খান। আকরাম খান গণমাধ্যমকে বলেন, ‘আমরা আগেও বলেছি যে, এই বিষয়ে আমরা কিছুই জানতাম না। অনেকে বিস্ময় প্রকাশ করেছেন যে, কেন ভারত সিরিজের আগেই নিষেধাজ্ঞার ঘোষণা এলো।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব