কুমিল্লার দেবীদ্বারে ব্যাডমিন্টন খেলতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মো. আফসার উদ্দিন রানা (১৯) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ নভেম্বর) রাতে উপজেলার পৌর ৫নং ওয়ার্ডের সরকার বাড়ির কাছে ব্যাডমিন্টন খেলার মাঠে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত রানা দেবীদ্বার পৌর সদর এলাকার বাসিন্দা মৃত জাহাঙ্গীর আলমের ছেলে এবং কোম্পানিগঞ্জ বদিউল আলম কলেজের ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, খেলা শেষে বিদ্যুৎ এর তার গুছাতে গিয়ে রানা বিদ্যুৎপৃষ্ট হন। পরে তাকে উদ্ধার করে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. মো. ইব্রাহিম হোসেন তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় স্থানীয়রা শোকস্তব্ধ, এবং অনেকেই বিদ্যুৎ সংযোগের অবৈধ ব্যবহারকে এর জন্য দায়ী করছেন। দেবীদ্বার পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জোনাল অফিসের ডিজিএম রেজাউল করিম খান জানান, এটি অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা। শীত মৌসুমে অনেকেই বিদ্যুৎ খুঁটি থেকে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নিয়ে ব্যাডমিন্টন খেলাধুলা করেন, যা অত্যন্ত বিপজ্জনক। এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
শনিবার সকালে রানার মরদেহ তার গ্রামের বাড়ি মুরাদনগর উপজেলার গুঞ্জর গ্রামে নিয়ে দাফন করা হয়। নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।