প্রকাশ: ১২ অক্টোবর ২০২৪, ৪:১২
হায়দরাবাদে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশ দলের ওপর ভয়াবহ তাণ্ডব চালিয়েছে ভারত। ভারতীয় ব্যাটসম্যানদের বিধ্বংসী খেলায় তারা টি-টোয়েন্টি ইতিহাসের নতুন রেকর্ড গড়ে ২৯৭ রান সংগ্রহ করেছে। সঞ্জু স্যামসনের ৪০ বলে করা দ্রুততম সেঞ্চুরি এবং অধিনায়ক সূর্যকুমার যাদবের ৩৫ বলে ফিফটিতে এদিন ভারতীয় ইনিংসটি দারুণভাবে সাজানো হয়।
বাংলাদেশের বোলারদের জন্য এটি ছিল একটি ভুলে যাওয়ার মতো দিন। গোয়ালিয়র ও দিল্লিতে প্রথম দুই ম্যাচে বাংলাদেশ পাত্তা না পেলেও, হায়দরাবাদে তারা হোয়াইটওয়াশ এড়ানোর চেষ্টা করছিল। কিন্তু ভারতীয় ব্যাটসম্যানদের মারে তাদের সকল পরিকল্পনা ভেস্তে যায়। ভারতীয় দলের ২৯৭ রান টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ। এতদিন এই রেকর্ড ছিল আফগানিস্তানের দখলে, যারা ২৭৮ রান করেছিল।
ভারতের ইনিংসের প্রথম অংশে পাওয়ার প্লেতে ৮২ রান তোলার পর, পরবর্তী ১০ ওভারে তারা ১৫০ রান সংগ্রহ করে। শেষ ৪ ওভারে ২০০ রানের মাইলফলক ছুঁয়ে ফেললে বাংলাদেশি বোলারদের ওপর চাপ বাড়ে। স্যামসন শেষ পর্যন্ত ৪৭ বলে ১১১ রান করেন, সূর্যকুমার ৭৫ রান করেন এবং হার্দিক পান্ডিয়া ১৮ বলে ৪৭ রান করেন। ভারতের ইনিংসে ২২টি ছক্কা এবং ২৫টি চার মারার মাধ্যমে তারা বাংলাদেশের বোলিং আক্রমণকে সমূলে উৎপাটিত করে।
বাংলাদেশের পক্ষে বোলিংয়ে তাসকিন আহমেদ, তানজিম সাকিব এবং মুস্তাফিজুর রহমান ৫০-এর বেশি রান খরচ করেছেন। তবে তানজিম সাকিবের দেওয়া ৬৬ রান ফরম্যাটে কোনো বাংলাদেশি বোলারের সর্বাধিক রান খরচের রেকর্ড হয়ে গেছে। এদিকে রিশাদ হোসেন মাত্র ২ ওভারে ৪৬ রান দিয়েছেন।
বাংলাদেশের ব্যাটিংয়ের জন্য বড় চ্যালেঞ্জ ছিল। তাদের সর্বোচ্চ দলীয় সংগ্রহ ২১৩ রান, আর ভারতের বিপক্ষে সর্বোচ্চ ১৬৬ রান। ফলে এটি পরাজয়ের রেকর্ড ব্যবধানে পৌঁছানোর আশঙ্কা সৃষ্টি করছে। এখন দেখার বিষয়, বাংলাদেশ কীভাবে এই পরিস্থিতি মোকাবেলা করে।