প্রকাশ: ১৪ জুলাই ২০২৩, ৩:২১
আফগানিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ৩ উইকেট হারিয়ে চাপে পড়েছে বাংলাদেশ। এরপর বৃষ্টি শুরু হয়। খেলা বন্ধ হলেও কিছুক্ষণের মধ্যেই আবার বল মাঠে গড়ায়। তবে ১৭ রানে সাজঘরে ফেরেন সাকিব আল হাসান। আর এতে চাপটা আরো বেড়েছে টাইগারদের।
শুক্রবার (১৪ জুলাই) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে রান তাড়া করতে নেমে দলীয় ৫ রানে রনি তালুকদারের উইকেট হারায় বাংলাদেশ। ৫ বলে ৪ রান করে রনি বোল্ড হন ফজলহক ফারুকীর বলে। এক উইকেটের পতনের পর লিটন দাস ও নাজমুল হোসেন শান্ত মিলে প্রতিরোধের চেষ্টা করেন। দুজনে মিলে স্কোরবোর্ডে ২৫ রান যোগ করার পর মুজিব উর রহমানের বলে বোল্ড হন শান্ত। লেগের বাইরের বল শান্তর গায়ে লেগে স্টাম্প ভেঙে দেয়।
দুই উইকেট হারিয়ে লিটন কুমারে ভরসা দেখছিল বাংলাদেশ। সাম্প্রতিক সময়ে ফর্মে না থাকলেও বিগত কয়েক বছর তিনিই টাইগারদের সেরা ব্যাটার। কিন্তু এদিনও হাসেনি তার ব্যাট। ১৯ বলে মাত্র ১৮ রান করে আজমতউল্লাহ শিকারে পরিণত হন তিনি। এছাড়া সাকিল আল হাসান ১৭ রান করে আউট হন।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৪ উইকেটে ৭৫ রান নিয়ে ব্যাট করছে বাংলাদেশ। শামিম ৭ ও হৃদয় ১৫ রান নিয়ে ক্রিজে রয়েছেন।