আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেও বৃষ্টি হানা দিয়েছিল। তবে ভাগ্যের সহায়তায় শেষ পর্যন্ত সে ম্যাচ ডার্ক লুইস পদ্ধতিতে ২২ রানে জিতেছিল টাইগাররা। তবে দ্বিতীয় ম্যাচেও আবহাওয়ায় বৃষ্টির আশঙ্কা ছিল। সেই আশঙ্কাই শেষ পর্যন্ত সত্যি হলো! বৃষ্টির কারণে আইরিশদের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচ যথাসময়ে মাঠে গড়ানো নিয়ে সংশয় তৈরি হয়েছে।
আজ বুধবার (২৭ মার্চ) দুপুর ২ টায় সাগরিকায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচ শুরু হওয়ার কথা ছিল। এজন্য নির্ধারিত সময়ে টসে নেমে আগের ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও টস জিতেছে আয়ারল্যান্ড। তারা প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন। ফলে প্রথমে ব্যাটিংয়ে নামবে লাল সবুজের প্রতিনিধিরা। তবে টসের পর পরই ঝুম ঝুম বৃষ্টি শুরু হওয়ায় ম্যাচ শুরু নিয়ে শঙ্কায় পড়ে গেছে দুই দল।
বিস্তারিত আসছে...
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।