টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম হারের সামনে বাংলাদেশ। অন্ততপক্ষে দক্ষিণ আফ্রিকার স্কোর দেখে নির্দ্বিধায় এটি বলে দেওয়া যায়। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে হার থেকে বাঁচতে একমাত্র বৃষ্টির জন্য দোয়া করতে পারে বাংলাদেশি ক্রিকেটার থেকে শুরু করে সমর্থকরাও। তবে দোয়া করতে হবে বাংলাদেশ যেন বৃষ্টির জন্য ৫ ওভারও ব্যাটিং করতে না পারে। তাহলেই ম্যাচটি পরিত্যক্ত হয়ে যাবে।
টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা। টসে জিতে আগে ব্যাট করতে নেমে সিডনি স্টেডিয়ামে রেকর্ড রান করতে করতেও করতে পারেনি প্রোটিয়ারা। নির্ধারিত ২০ ওভারে রাইলি রুশোর দ্বিতীয় আন্তর্জাতিক টি-টোয়েন্টি শতকে ৫ উইকেটে ২০৫ রান তুলেছে দক্ষিণ আফ্রিকা। জিততে হলে টাইগারদের করতে হবে ২০৬ রান।
সিডনিতে টি-টোয়েন্টিতে দলীয় সর্বোচ্চ রান ছিল২২১ রান। ২০০৭ সালে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে প্রথম টি-টোয়েন্টি ম্যাচেই ইংল্যান্ডের বিপক্ষে এই রান করেছিল স্বাগতিক অস্ট্রেলিয়া। দ্বিতীয় সর্বোচ্চ ২০০ রান ছিল ভারতের। এবার অবশ্য এই জায়গা দখল করে নিলো দক্ষিণ আফ্রিকা।
এদিকে এটি বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় সর্বোচ্চ রান। এর আগে ২০১৭ সালে পচেফস্ট্রুমে ডেভিড মিলারের শতকে ৪ উইকেটে ২২৪ রান করেছিল দক্ষিণ আফ্রিকা।
বিস্তারিত আসছে...
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।