বিশ্বকাপ না জিতলে বিয়ে করবো না, কোথায় বলেছি: রশিদ

নিজস্ব প্রতিবেদক
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: রবিবার ৬ই মার্চ ২০২২ ০১:২১ অপরাহ্ন
বিশ্বকাপ না জিতলে বিয়ে করবো না, কোথায় বলেছি: রশিদ

সামাজিক যোগাযোগ মাধ্যমে আফগান ক্রিকেটার রশিদ খানকে নিয়ে বহুল প্রচলিত খবরের একটি হচ্ছে, ‘বিশ্বকাপ না জিতলে বিয়ে করবেন না তিনি।’ তবে এমন খবরের কোন সত্যতা নেই বলে দাবি করেছেন স্বয়ং রশিদ খান।


বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের বিয়ের বিষয়ে এমন তথ্যই দিয়েছেন আফগান এই লেগ স্পিনার। মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে রশিদ জানিয়েছেন, বিয়ে নিয়ে এমন কথা কখনোই বলেননি তিনি। এই বিবৃতির কোন প্রমাণও নেই, ভিডিও নেই কারো কাছে।


সংবাদমাধ্যমকে রশিদ খান বলেন, ‘আমাকে অনেকে বলেছে যে, আমি নাকি বলেছি আফগানিস্তান বিশ্বকাপ না জিতলে বিয়ে করব না। কিন্তু আমার এমনটা মনে পড়ছে না। এটা কোথায় বলেছি সেটাও আমি জানি না। এটার কোনো প্রমাণও নেই, বিবৃতি নেই, ভিডিও নেই।’


পরবর্তীতে নিজের বিয়ের বিষয়ে বলতে গিয়ে রশিদ আরও যোগ করেন, ‘আমি শুধু একটা মিডিয়াতে বলেছিলাম, পরবর্তী দুই বছরে আমার বিয়ে করার পরিকল্পনা নেই। কারণ এই সময়ে আমাকে দুটি বিশ্বকাপ খেলতে হবে, ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপ। এরপর আমি এটা নিয়ে ভাবব।’


নিজেকে নিয়ে ছড়িয়ে পড়া এমন বিবৃতির জন্য রশিদ খান দায়ী করছেন মিডিয়াকে। তিনি আরও যোগ করেন, ‘মিডিয়াতে যে তথ্য আসে সেগুলো সব সময় সত্য নয়। বেশির ভাগ সময়ই মিথ্যা হয়। আপনারা এগুলো বিশ্বাস করবেন না। আসলে এটাই ওদের (সাংবাদিক) কাজ। এটা স্বাভাবিক। আমার এটা নিয়ে কোনো সমস্যা নেই। যত এগুলো দেখি তত অনুপ্রেরণা পাই।’


মিরপুরে অনুষ্ঠিত বাংলাদেশ-আফগানিস্তানের মধ্যকার দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি ১-১ এ ড্র হয়েছে। এর আগে চট্টগ্রামে ওয়ানডে সিরিজে বাংলাদেশ আফগানিস্তানকে ২-১ ব্যবধানে হারিয়েছে।