শাস্তি পেলেন সুজন

নিজস্ব প্রতিবেদক
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: সোমবার ১৩ই ফেব্রুয়ারি ২০২৩ ০৩:৪১ অপরাহ্ন
শাস্তি পেলেন সুজন

ক্রিকেটীয় চেতনা বহির্ভূত কর্মকাণ্ডের জন্য খুলনা টাইগার্সের কোচ খালেদ মাহমুদ সুজনকে জরিমানা করেছে বিসিবি। কী কাণ্ড সেটা সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ না থাকলেও তা কারোরই বুঝতে বাকি থাকার কথা নয়।


বিপিএলে গত ১০ ফেব্রুয়ারি ফরচুন বরিশালের বিপক্ষে ম্যাচের সময় ড্রেসিং রুমে বসে ধূমপান করতে দেখা যায় খুলনা টাইগার্সের এই কোচকে। বিতর্কিত এই কাণ্ডের পর তার শাস্তির ব্যাপারটা অনুমিতই ছিল। 


বিসিবির কোড অব কন্ডাক্টের লেভেল-১ এর ২.২০ ধারা অনুযায়ী তাকে ম্যাচ ফি’র ৩০ শতাংশ জরিমানা করা হয়েছে। পাশাপাশি দুটি ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়েছে নামের পাশে। সুজন শাস্তি মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির আর প্রয়োজন পড়েনি।