টস জিতে ব্যাটিংয়ে মাশরাফির বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: রবিবার ১লা মার্চ ২০২০ ১২:৫৯ অপরাহ্ন
টস জিতে ব্যাটিংয়ে মাশরাফির বাংলাদেশ

প্রিয় ফরম্যাটে ফের মাঠে বাংলাদেশ দল। যদিও সময়টা ভালো যাচ্ছে না লাল-সবুজের প্রতিনিধিদের। সর্বশেষ পাঁচ ওয়ানডেতেই হেরেছে টাইগাররা। হারের সেই বৃত্ত থেকেই আজ রোববার বেরিয়ে আসতে চায় মাশরাফি বিন মর্তুজার দল।জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে খেলতে মাঠে নেমেছে বাংলাদেশ দল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সফরকারীদের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে টস ভাগ্য ছিল মাশরাফির পক্ষে। দিবা-রাত্রির ম্যাচে উইকেট ও আবহাওয়ার কথা ভেবে শুরুতে ব্যাটিং বেছে নিয়েছেন অধিনায়ক। ইতিহাস জানাচ্ছে এ পর্যন্ত জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ ওয়ানডে খেলেছে ৭২টি। এরমধ্যে ৪৪টিতে জয় আর ২৮টি হেরেছে টাইগাররা। জয়ে চোখ রেখেই নেমেছে দল। গত বছরের বিশ্বকাপের পর থেকেই মাশরাফি ছিলেন মাঠের বাইরে। এই ম্যাচ দিয়েই ফিরেছেন ফাইটার এই ক্রিকেটার।প্রত্যাবর্তনে জানিয়ে রাখলেন, ‘অবশ্যই আমরা জিততে চাই। তবে এ লক্ষ্য এখন থেকেই ঠিক করছি না। আমরা ম্যাচ বাই ম্যাচ এগোতে চাই। এজন্য সবাই তৈরিও।’বাংলাদেশের মাটিতে জিম্বাবুয়ে সর্বশেষ ওয়ানডে জিতেছে ২০১০ সালের ১ ডিসেম্বর। সিরিজের প্রথম ওয়ানডেতে ৯ রানে জয় পায় জিম্বাবুয়ে। ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ ১৩ ম্যাচেই হেরেছে জিম্বাবুয়ে। সেই ধারাবাহিকতাই ধরে রাখতে চায় লাল-সবুজের প্রতিনিধিরা।

ইনিউজ৭১ /০১মার্চ/

সংবাদটি শেয়ার করুন