আর্জেন্টিনা-ক্রোয়েশিয়া ম্যাচ দেখলে আমি হতাশই হব : ডমিঙ্গো

নিজস্ব প্রতিবেদক
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার ১৩ই ডিসেম্বর ২০২২ ০৬:২৫ অপরাহ্ন
আর্জেন্টিনা-ক্রোয়েশিয়া ম্যাচ দেখলে আমি হতাশই হব : ডমিঙ্গো

ফুটবল বিশ্বকাপের মাঝপথে বাংলাদেশ সফরে এসেছে ভারতীয় দল। সাধারণ ক্রীড়ামোদীদের পাশাপাশি ক্রিকেটারদের আগ্রহও ফুটবল বিশ্বকাপ ঘিরে। আজ বাংলাদেশ সময় রাত ১টায় সেমিফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা আর ক্রোয়েশিয়া। ওদিকে কাল থেকেই শুরু হচ্ছে চট্টগ্রাম টেস্ট।


এমন ম্যাচের আগে বিশ্বকাপ ফুটবল দেখাটা কোনোভাবেই মানতে পারছেন না টাইগার কোচ রাসেল ডমিঙ্গো।


বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে বেশ কয়েকজন আছেন যারা আর্জেন্টিনার বিরাট সমর্থক। তাদের পক্ষে রাত জেগে খেলা দেখাটা অস্বাভাবিক কিছু নয়। কিন্তু বুধবার সকাল সাড়ে ৯টা থেকে শুরু বাংলাদেশ-ভারত চট্টগ্রাম টেস্ট। রাতে জেগে ফুটবল দেখে পরদিন সকালে খেলতে নামাটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় রাসেল ডমিঙ্গোর কাছে।  


বাংলাদেশ কোচ বলেছেন, পেশাদার হতে হলে এসব আবেগকে দূরে রাখতে হবে। ডমিঙ্গোর ভাষায়, 'ওদেরকে অবশ্যই দ্রুত বিছানায় যেতে হবে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ভোর ৩টা পর্যন্ত ফুটবল দেখে সকাল সাড়ে ৯টায় টেস্ট ম্যাচ খেলতে পারেন না আপনি। এটা হবে…. স্টুপিড! ওরা যদি এটা করে, আমি হতাশই হব, খুবই হতাশ হব।