টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: বৃহঃস্পতিবার ৩১শে মার্চ ২০২২ ০৩:০২ অপরাহ্ন
টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

কাগজ-কলমের হিসাবে নিশ্চিত করেই এগিয়ে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। কিন্তু সব সময় কী আর চেনা দৃশ্য চোখে পড়ে? ওয়ানডে সিরিজ জয়ের পর আত্মবিশ্বাস তুঙ্গে বাংলাদেশের। সেই ছন্দ নিয়ে এবার টেস্ট মিশনে প্রোটিয়াদের মুখোমুখি টাইগাররা। ডারবানে সিরিজের প্রথম টেস্ট ম্যাচ। যেখানে বৃহস্পতিবার টস ভাগ্যটা সঙ্গে থাকল বাংলাদেশের। টেস্ট ম্যাচটিতে তামিম ইকবালের একাদশে থাকার কথা থাকলেও পেটে পীড়ার কারণে তিনি নেই।


এদিন টস করতে নেমে নতুন এক মাইলফলক স্পর্শ করলেন অধিনায়ক মুমিনুল হক। দেশের সপ্তম ক্রিকেটার হিসেবে টেস্টের সাদা পোশাকে ৫০তম ম্যাচ খেলতে নেমেছেন এই ব্যাটসম্যান। যেখানে শুরুতেই হাসিমুখ তার। প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এদিকে দক্ষিণ আফ্রিকার টেম্বা বাভুমা ডারবানে নিজের ক্যারিয়ারের ৫০তম টেস্ট খেলছেন। আফ্রিকার ২৪তম খেলোয়াড় হিসেবে এই মাইলফলপে পা রাখলেন তিনি। 


ইতিহাস জানাচ্ছে-দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১২টি ম্যাচ খেলে জয়ের কোনো রেকর্ড নেই বাংলাদেশের। একইসঙ্গে দক্ষিণ আফ্রিকার মাঠেও অভিজ্ঞতা বেশ তিক্ত। বাংলাদেশ ৬টি ম্যাচ খেলেছে দেশটিতে আর প্রত্যেকটিতেই হেরেছে বড় ব্যবধানে। ৫টি ছিল ইনিংস ব্যবধানে হার। একটিতে ৩৩৩ রানের পরাজয়। প্রোটিয়াদের বিপক্ষে নিজেদের মাঠে বাংলাদেশ ৬ টেস্ট খেলে দুটি ম্যাচে ড্র করেছে।