প্রকাশ: ২২ মার্চ ২০২২, ২৩:৩৩
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামে থাকলেও কোনো ফ্র্যাঞ্চাইজির সুনজরে ছিলেন না টাইগার পেসার তাসকিন আহমেদ। তবে তাকে এমন সময়ে লখনৌ সুপার জায়ান্ট চেয়ে বসল, যখন বাংলাদেশ ব্যস্ত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ নিয়ে। এমন সময়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অবশ্য দেশের স্পিডস্টারকে ভারতে যাওয়ার অনুমতি দেননি। তবে সিরিজ শেষে তাসকিনের আইপিএলে যাওয়ার বিষয়টি ভেবে দেখবেন বলে জানান বিসিবির ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস
দুয়ারে কড়া নাড়ছে ক্রিকেট দুনিয়ার জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ আইপিএলের। এর আগে গত ফেব্রুয়ারিতে আসরের মেগা নিলামে সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমানের সঙ্গে ঠাঁই পেয়েছিলেন তাসকিন আহমেদ, লিটন কুমার দাস ও শরীফুল ইসলাম। শেষ পর্যন্ত ১৫তম আসরের মেগা নিলামে কাটার মাস্টারকে ২ কোটি রুপি ভিত্তিমূল্যে দিল্লি ক্যাপিটালস কিনে নিলেও, টাইগার অলরাউন্ডারসহ বাকিরা অবিক্রীত থাকেন।
এদিকে নিলামে নাম না উঠলেও, শেষ পর্যন্ত তাসকিনকে দলে ভেড়াতে আগ্রহ প্রকাশ করে আইপিএলের নতুন দল লখনৌ সুপার জায়ান্টস। তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাসকিন টেস্ট সিরিজেও থাকায় এমন প্রস্তাব পাওয়ার পরও তাকে অপেক্ষা করতে হয়েছে বিসিবি কর্মকর্তাদের ওপর। অবশেষে দুই পক্ষের বৈঠক শেষে জানা গেল তাসকিন দক্ষিণ আফ্রিকা সিরিজের সব ম্যাচেই দলের সঙ্গে থাকবেন। এই মুহূর্তে আইপিএলে খেলার অনুমতি পাচ্ছেন না তিনি।
এ বিষয়ে সোমবার (২১ মার্চ) বিসিবির ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘আপনারা জানেন যে লখনৌ দল তাকে চেয়েছিল। সেটা বিসিসিআই আমাদেরকে জানিয়েছিল। কিন্তু সামনে দক্ষিণ আফ্রিকায় আমাদের দুটো টেস্ট আছে একটা ওয়ানডে আছে, তো আমরা চাইব না যে এই সিরিজ বাদ দিয়ে সে এখন আইপিএলে যাক।’
এরপর তিনি যোগ করেন, ‘জাতীয় দলের দায়বদ্ধতা অবশ্যই এক নম্বর। এর সাথে কোনো কিছুর কম্পেয়ার হয় না। সুতরাং আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, তাকে বলেছি, এই সিরিজটা চালিয়ে যেতে। এবং সে এই সিরিজটা চালিয়ে যাবে।’ তবে সিরিজ শেষে তাসকিন আইপিএলে যোগ দিতে পারবেন কি না, গণমাধ্যমের এমন প্রশ্নের জবাবে জালাল বলেন, ‘সেটা পরের কথা, তবে এই সিরিজে আমরা তাকে অনুমতি দেইনি।'