প্রকাশ: ১ মে ২০২১, ১১:১১
পাল্লেকেলেতে তৃতীয় দিনে মাত্র ১৫ মিনিটে ২৪ রান তুলে নেয় শ্রীলঙ্কা। বাংলাদেশি পেসার তাসকিন আহমেদের বলে মুশফিকুর রহিমের হাতে ক্যাচ তুলেন রমেশ মেন্ডিস। সঙ্গে সঙ্গে ইনিংস ঘোষণা দিয়ে দিলেন অধিনায়ক দিমুথ করুণারত্নে। প্রথম ইনিংসে ৭ উইকেটে স্বাগতিকদের সংগ্রহ ৪৯৩ রান।
দ্বিতীয় দিনের খেলা শেষে স্কোর বোর্ডে ৬ উইকেটে ৪৬৯ রান ছিল। শনিবার রমেশ মেন্ডিসকে নিয়ে মাঠে নামেন নিরোশান ডিকভেলা।৩৮ বলে ৩৩ রান করে বিদায় নেন রমেশ। অন্যদিকে ৭২ বলে ৭৭ রান করে অপরাজিত রয়ে যান ডিকভেলা।
সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল লঙ্কানরা।প্রথম দিনে ২০৯ রানের ওপেনিং জুটি ভাঙেন শরিফুল ইসলাম। ১৯০ বলে ১১৮ রান করে করুণারত্নেকে ফেরান সফরকারীদের হয়ে অভিষিক্ত এই পেসার।
দ্বিতীয় দিনে ২৯৮ বলে ১৪০ করা লাহিরু থিরিমানে, ১৫ বলে ৫ রান করা অ্যাঞ্জেলো ম্যাথুজ ও ৮৪ বলে ৩০ রান তোলা পাথুম নিশানকার উইকেট তুলেন তাসকিন।অন্যদিকে ২২১ বলে ৮১ রান করা ওসাদা ফার্নান্দোকে ফেরান মেহেদী হাসান মিরাজ। এছাড়া ধনঞ্জয়া ডি সিলভাকে বিদায় করেন তাইজুল ইসলাম। ৯ বলে তার ব্যাট থেকে আসে ২ রান।
সিরিজের প্রথম ম্যাচে ১১২ রানে তিন উইকেটের পর চলমান ম্যাচে ১২৭ রানে চার উইকেট তুলেছেন তাসকিন। যা টেস্ট টাইগার পেসারের ক্যারিয়ার সেরা।
বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, আবু জায়েদ চৌধুরী ও শরিফুল ইসলাম।
শ্রীলঙ্কা একাদশ
দিমুথ করুণারত্নে, লাহিরু থিরিমানে, ওশাদা ফার্নান্দো, অ্যাঞ্জেলো ম্যাথিউস, ধনাঞ্জয়া ডি সিলভা, পাথুম নিশানকা, নিরোশান ডিকভেলা, প্রবীণ জয়াবিক্রম, সুরাঙ্গা লাকমল, রমেশ মেন্ডিস ও বিশ্ব ফার্নান্দো।