প্রকাশ: ১২ মে ২০২০, ১৬:৫৩
ভারতে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৭০ হাজার ছাড়িয়ে গেছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার সকাল পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৭০ হাজার ৭৫৬। অপরদিকে মারা গেছে ২ হাজার ২৯৩ জন। তবে ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছে ২২ হাজার ৪৫৪ জন।গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩ হাজার ৬০৪ জন করোনায় আক্রান্ত হয়েছে। তবে আগের দিনের তুলনায় মৃত্যু কিছুটা কমেছে। গত ২৪ ঘণ্টায় ৮৭ জনের মৃত্যু হয়েছে।
ওই রাজ্যে এখন পর্যন্ত মারা গেছে ৮৬৮ জন।এদিকে, গুজরাটে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৮ হাজার ৫৪১ এবং মারা গেছে ৫১৩ জন। অপরদিকে তামিলনাড়ুতে নতুন করে আক্রান্ত হয়েছে ৭৯৮ জন। ফলে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৮ হাজারের বেশি। ভারতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তদের মধ্যে ৩১ দশমিক ৭৩ ভাগ মানুষ সুস্থ হয়ে উঠেছে।