প্রকাশ: ১২ মে ২০২০, ১৬:১৪
করোনাভাইরাসের ধাক্কায় টালমাটাল এখন ইউরোপসহ গোটা বিশ্ব। বৃহত্তম অর্থনীতির দেশগুলোর মধ্যে চীনের পরপরই ইতালিতে ছড়িয়ে পড়ে এই মহামারি। দেশটিতে ইতোমধ্যেই দুই লাখেরও বেশি নাগরিক আক্রান্ত হয়েছে করোনাভাইরাসে। এমতাবস্থায় অর্থনৈতিকভাবে বিশাল ধাক্কা খেতে যাচ্ছে দেশটি। মৃত্যুর সংখ্যা কমা-বাড়ার মধ্যদিয়েই যাচ্ছে গত কয়েকদিন।
এই পরিস্থিতি কাটিয়ে উঠতেই লকডাউন শিথিল করা হয়েছে এবং লোকজন কাজে ফিরতে শুরু করেছে। লকডাউন শিথিলের দ্বিতীয় ধাপে ৪ মে থেকে উৎপাদন শিল্প, নির্মাণ খাত ও পাইকারি দোকান পুনরায় চালু করা হয়েছে। আপাতত সীমিত আকারে খোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিশেষ করে জনসমাগম এড়িয়ে চলতে খাবারের হোম ডেলিভারি আরও বৃদ্ধি করতে চায় সরকার।তবে অবশ্যই মাক্স এবং নিরাপদ দূরত্ব বজায় রেখে সব কিছুই করতে হবে। আগের মত অনেকটা স্বাধীনভাবে চলাফেরা করতে পারবেন, তবে এক শহর থেকে অন্য শহরে যেতে স্ব-ঘোষিত সার্টিফিকেট সাথে থাকতে হবে।