প্রকাশ: ১২ মে ২০২০, ১৬:৫
করোনাভাইরাস মহামারির কেন্দ্র মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে আক্রান্তদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। মৃতদের শেষকৃত্যের জায়গার সংকট দেখা দিয়েছে। তবে আশার আলো দেখছে যুক্তরাষ্ট্র। সোমবার নতুন করে করোনায় মৃত্যু হয়েছে ১০০৮ জনে। করোনার কেন্দ্র হয়ে ওঠার পর মৃত্যু সংখ্যা ধীরে ধীরে কমে আসছে।একদিনে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৮ হাজারের বেশি মানুষ। সোমবার পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনায়
এই প্রদেশে আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৪৭ হাজার ১৫১ জন। এরপরই রয়েছে নিউ জার্সি। সেখানে মৃত্যু হয়েছে ৯৩৪১ জনের, আক্রান্ত এক লাখ ৪১ হাজার ১৩৭ জন।মঙ্গলবার সকাল পর্যন্ত করোনায় বিশ্বব্যাপী নিহতের সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ৮৭ হাজার ২৯৩ জনে এবং আক্রান্তের সংখ্যা ৪২ লাখ ৫৪ হাজার ৮০০ জন। অপরদিকে ১৫ লাখ ২৭ হাজার ১৪৪ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।