প্রকাশ: ১১ মে ২০২০, ২৩:৩৮
সারাদেশের নেয় শরীয়তপুরে বেড়েই চলেছে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। আজ শুক্রবার (১১ই মে) জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর স্বাস্থ্য সহকারীসহ জেলায় নতুন করে ৮ জন নভেল করোনা ভাইরাস আক্রান্ত হয়েছে।
জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিদর্শক এর করোনা শনাক্ত হওয়ায় হাসপাতালের আউটডোর সার্ভিস সীমিত করা হয়েছে। তবে জরুরী বিভাগ এবং টেলিমেডিসিন সার্ভিস অব্যাহত থাকবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মাহমুদুল হাসান। এই নিয়ে শরীয়তপুরে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে ৬০জনে দাঁড়িয়েছে।
জেলা করোনা কন্ট্রোল রুমের ফোকাল পার্সন ডা. মোঃ আবদুর রশিদ জানান, নতুন এই আক্রান্ত রোগী সহ শরীয়তপুর জেলার এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৬০ জন। যার মধ্যে শরীয়তপুর সদরে ১২জন, জাজিরা উপজেলার ৯জন, ডামুড্যা উপজেলায় ২১জন, নড়িয়া উপজেলায় ১২ জন, ভেদরগঞ্জ উপজেলায় ৪ জন এবং গোসাইরহাট উপজেলায় ২জন। এর মধ্যে সুস্থ হয়েছে ২ জন এবং মৃত্যু হয়েছে ২জনের।