প্রকাশ: ১১ মে ২০২০, ১৬:৪৮
লকডাউনের মধ্যেও জন্মদিনের পার্টিতে গিয়ে নভেল করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ৪৫ জন। ভারতের হায়দরাবাদের এক ব্যক্তি জন্মদিনের ওই অনুষ্ঠানের আয়োজক ছিলেন বলে টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে।ভারতীয় সংবাদমাধ্যমটি বলছে, হায়দরাবাদের সরুরনগর এলাকার এক দোকানমালিক জন্মদিনের পার্টিতে বন্ধুদের আমন্ত্রণ জানিয়েছিলেন। আগে থেকেই করোনাভাইরাসে আক্রান্ত এক ব্যক্তি ওই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। ওই ব্যক্তি আবার তার দোকানের এক কর্মীর মাধ্যমে সংক্রমিত হয়েছিলেন।
ইনিউজ ৭১/ জি.হা