প্রকাশ: ১১ মে ২০২০, ১৬:৩১
করোনাভাইরাসে একদিনে সর্বোচ্চ সংক্রমণ দেখলো ভারত। রবিবার ৪ হাজার ৪শ’ মানুষ আক্রান্ত হয়েছেন কোভিড-১৯ এ। এ নিয়ে দেশটিতে মোট সংক্রমণ ছাড়াল ৬৭ হাজার।নতুন করে ১১১ প্রাণহানিতে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ২২শ’।
সর্বোচ্চ সংক্রমণ ও মৃত্যুর তালিকায় এরপরই রয়েছে গুজরাট, তামিলনাড়ু আর দিল্লি। পরিস্থিতির ক্রমশ অবনতি হচ্ছে মধ্য প্রদেশ, রাজস্থান, পশ্চিমবঙ্গ, বিহার, ওড়িষায়। এর মধ্যেই আরও এক ধাপ লকডাউন শিথিল করতে যাচ্ছে ভারত সরকার। এ লক্ষ্য আজ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সাথে বৈঠক করবেন ভারতীয় প্রধানমন্ত্রী।