প্রকাশ: ১১ মে ২০২০, ৮:৫
করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭৪ বছরের বৃদ্ধ বাবা। মৃত্যুর আগের ১৫ দিন হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন। সেই ১৫ দিনের হাসপাতাল বিল প্রায় ১৮ লাখ টাকা ছেলের হাতে ধরিয়ে দিলো হাসপাতাল কর্তৃপক্ষ। সম্প্রতি ভারতের মুম্বাইয়ের জুহুর বেসরকারি নানা-বতী হাসপাতালে এ ঘটনা ঘটেছে।
সোমবার সংবাদমাধ্যম এই সময়ের এক প্রতিবেদনে বলা হয়, করোনায় মুম্বাইয়ের সান্তাক্রজ এলাকার ওই বৃদ্ধকে ৩১ মার্চ সংকটাপন্ন অবস্থায় নানা-বতী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ কাজ করা বন্ধ করে দিলে তাকে আইসিইউতে রাখা হয়। ১৫ এপ্রিল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুর পর হাসপাতাল কর্তৃপক্ষ তার পরিবারের কাছ থেকে আইসিইউ'র ভাড়া বাবদ ১৬ লাখ রুপি বিল নেয়।