প্রকাশ: ১০ মে ২০২০, ৪:২৭
ভোলায় হাসপাতালের ল্যাব টেকনিশিয়ানসহ নতুন করে আরও ৩ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। রবিবার রাত ৮ টার দিকে ভোলার সিভিল সার্জন রতন কুমার ঢালী এ তথ্য নিশ্চিত করে।
সিভিল সার্জন রতন কুমার ঢালী আরো জানান, ভোলা থেকে এ পর্যন্ত ৫৫৯ জনের নমুনা সংগ্রহ করে ঢাকা ও বরিশাল পাঠানো হয়েছে। নমুনার রিপোর্ট এসেছে ৪৬৮ জনের। যার মধ্যে ৪৬০ জনের নমুনার রিপোর্ট নেগেটিভ আসলেও ৮ জনের পজিটিভ আসে।