প্রকাশ: ৮ মে ২০২০, ১৬:৯
করোনাভাইরাস মহামারির কেন্দ্র এখন মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে আক্রান্তদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। মৃতদের শেষকৃত্যের জায়গার সংকট দেখা দিয়েছে। সম্প্রতি মৃতের সংখ্যা বেশ কমলেও গত দুই দিনে তা আবার বেড়ে গিয়েছে। বৃহস্পতিবার দেশটিতে নতুন করে মৃত্যু হয়েছে ২১২৯ জনের। একদিনে নতুন করে আক্রান্ত হয়েছেন ২৯ হাজারের বেশি মানুষ। এ তথ্য জানিয়েছে করোনাভাইরাস নিয়ে লাইভ আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার।বৃহস্পতিবার পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ১২ লাখ ৯২ হাজার ৬২৩ জন এবং মৃত্যু হয়েছে ৭৬ হাজার ৯২৮ জনের। সুস্থ হয়েছেন ২ লাখ ১৭ হাজার ২৫০ জন।
মৃতদের শেষকৃত্যের জায়গার সংকট দেখা দিয়েছে। সম্প্রতি মৃতের সংখ্যা বেশ কমলেও গত দুই দিনে তা আবার বেড়ে গিয়েছে। বৃহস্পতিবার দেশটিতে নতুন করে মৃত্যু হয়েছে ২১২৯ জনের। একদিনে নতুন করে আক্রান্ত হয়েছেন ২৯ হাজারের বেশি মানুষ। এ তথ্য জানিয়েছে করোনাভাইরাস নিয়ে লাইভ আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার।বৃহস্পতিবার পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ১২ লাখ ৯২ হাজার ৬২৩ জন এবং মৃত্যু হয়েছে ৭৬ হাজার ৯২৮ জনের। সুস্থ হয়েছেন ২ লাখ ১৭ হাজার ২৫০ জন।