প্রকাশ: ৭ মে ২০২০, ৫:০
পঞ্চগড় জেলা কারাগারের এক বন্দি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ ঘটনায় কারাগারের একটি ওয়ার্ড লকডাউন করে দিয়েছে কারা কর্তৃপক্ষ। একই সঙ্গে এ ঘটনায় চারজন কারারক্ষী, জেলা পুলিশের দুইজন সদস্য, পঞ্চগড় সদর হাসপাতালের একজন নার্স, একজন ওয়ার্ডবয়সহ ১০ জনকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়েছে।
এ ছাড়া বৃহস্পতিবার পরীক্ষার জন্য কারাগারের ৫৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তবে কারা কর্তৃপক্ষ ও সিভিল সার্জন অফিস বিষয়টি গোপন রাখতে চেয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় খবরটি জানাজানি হলে কারা কর্তৃপক্ষ ও স্বাস্থ্য বিভাগ ঘটনার সত্যতা নিশ্চিত করে।
মঙ্গলবার রাতে ওই বন্দির শরীরে করোনা শনাক্ত হওয়ার খবর পেয়ে তিনি যে ওয়ার্ডে ছিলেন, সেটি লকডাউন করে দেয়া হয়েছে। এছাড়া ওয়ার্ডে থাকা ৫২ জন বন্দির বিশেষ নজরদারিতে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেয়া হয়েছে। তার সংস্পর্শে আসা চারজন কারারক্ষীকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। বর্তমানে পঞ্চগড় জেলা কারাগারে ২২৯ জন বন্দি রয়েছেন।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব