কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর ৩ ব্যক্তির শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। আক্রান্তদের ২ জন পুরুষ ও ১ জন নারী।
বৃহস্পতিবার রংপুর মেডিকেল কলেজ পিসিআর ল্যাবে ৩৩ তম দফায় ৯৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষায় ১৯ জন করোনা পজেটিভ সনাক্ত হয়। এদের মধ্যে কুড়িগ্রাম সদরের ৫ জন, ভূরুঙ্গামারীর ৩ জন, ফুলবাড়ির ২ জন। করোনা পজেটিভ হওয়া ভূরুঙ্গামারীর ৩ ব্যক্তির নমুনা গত ৩ রা মে সংগ্রহ করা হয়েছে বলে জানা গেছে। আক্রান্ত ব্যক্তিরা ভূরুঙ্গামারীর খামারপত্রনবীশ এলাকার বাসিন্দ। সবাই পোশাক শ্রমিক। তারা টঙ্গী থেকে ভূরুঙ্গামারী আসে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম করোনা পজিটিভ হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান আক্রান্তরা হোম কোয়ারান্টাইনে রযেছেন। তাদের বাড়ি লক ডাউন করা হবে।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।