প্রকাশ: ৭ মে ২০২০, ২৩:৯
নুতন সমীক্ষায় দেখা গিয়েছে অস্ট্রেলিয়া সরকার বিধিনিষেধ শিথিল করলেও জনগণ ঘরবাড়ি থেকে বেরোতে,বা বড় কোনো গ্রূপে একত্রিত হতে এখনো অনীহা দেখাচ্ছেনI অস্ট্রেলিয়ায় সংক্রমণে মৃত্যু হয়েছে ৯৬ জনের।
জানুয়ারি মাসে প্রথম সংক্রমণ ধরা পড়লে অস্ট্রেলিয়া নজিরবিহীন কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেI আন্তর্জাতিক সীমান্ত ও উড়ান নিষিদ্ধ করা হয়। বার, রেস্তোরা, জিম,সিনেমা-থিয়েটার বন্ধ করা সহ, কঠোর সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশ পালন করেন সচেতন অস্টেলিয়ার জনগণ।